নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সোমবার মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেককে তলব করে শীর্ষ মার্কিন জেনারেলের উত্তর-পূর্ব সিরিয়া সফর নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের মিত্র সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) নিয়ন্ত্রিত এলাকায় প্রায় আট বছরের পুরনো মার্কিন মিশন পর্যালোচনা করতে গত ৪ মার্চ অঘোষিত সফরে যান জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান আর্মি জেনারেল মার্ক মিলি। ইসলামিক স্টেটের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রাথমিক মিত্র এসডিএফ সিরিয়া জুড়ে ইসলামিক স্টেট জিহাদিদের পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তবে গোষ্ঠীটির প্রতি মার্কিন সমর্থন বছরের পর বছর ধরে তুরস্কের সঙ্গে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক এসডিএফের নেতৃত্বদানকারী পিপলস প্রোটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সিরীয় শাখা হিসেবে দেখে এবং উভয়কেই সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছে, তবে ওয়াইপিজিকে নয়।