বোরো মরসুমে ফের হাতির হানা, কেশিয়াড়ীতে আতঙ্ক

author-image
Harmeet
New Update
বোরো মরসুমে ফের হাতির হানা, কেশিয়াড়ীতে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধিঃ বোরো মরসুমে ফের হাতির হানা কেশিয়াড়ীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাজরা গ্রাম পঞ্চায়েতের ঘাঘরা, অর্জুনগেড়িয়া এলাকায় একটি হাতির পাল রাতে ঢুকেছিল। এরপরেই ধান খেয়ে, জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে হাতির পাল। 

রবিবার রাত প্রায় দুটো নাগাদ হাতির পালটি হানা দেয় বলে জানা গিয়েছে। হাতির পালে ৮-১০ টি হাতি রয়েছে বলে অনুমান গ্রামবাসীদের। তাদের মধ্য কয়েকটি বাচ্চা হাতিও রয়েছে। যদিও সোমবার হাতিগুলি অন্যদিকে চলে গিয়েছে। বোরো চাষে রাতে জলের যোগান দিতে হয়। এই পরিস্থিতিতে হাতির হানায় আতঙ্ক এলাকায়।