নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডের উত্তর কাশিতে রবিবার ও সোমবার মধ্যরাতে ১২ ঘণ্টার মধ্যে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভাটওয়ারি ব্লকের সিরোর জঙ্গলে রাত ১২টা ৪৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৫। সকাল ১০টা ১০ মিনিটে তৃতীয় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা চিল ১.৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তরকাশীর উত্তরাঞ্চল বলে জানা গিয়েছে। উত্তরকাশী অঞ্চলটি ভারতের ভূকম্পন অঞ্চল 'ভি জোন' (সর্বোচ্চ ঝুঁকি) এর মধ্যে পড়ে। গত দুই মাসে উত্তরাখণ্ডে ১২টি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সূত্রের খবর।