নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে উমেশ পাল হত্যা মামলায় জড়িত বিজয় ওরফে উসমানের। প্রয়াগরাজের কাউন্দিয়ারা থানা এলাকায় পুলিশ এবং উসমানের এনকাউন্টার শুরু হয়।
/)
তারপরেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে উসমানের। উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক শলভ মণি ত্রিপাঠী ট্যুইট করে উসমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।