নিজস্ব সংবাদদাতাঃ আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সৈন্য ও জাতিগত আর্মেনিয়দের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের সেনারা ওই অঞ্চলের প্রধান শহর থেকে বাইরের এলাকায় অস্ত্র বহনকারী সন্দেহভাজন একটি গাড়িবহর থামানোর পর গুলি বিনিময়ে দুই সেনা নিহত হয়েছেন। এতে বলা হয়, গাড়িবহরটি একটি অননুমোদিত রাস্তা ব্যবহার করেছিল। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাবাখের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা নিহত হয়েছেন। এতে বলা হয়, গাড়িবহরে কাগজপত্র ও একটি সার্ভিস পিস্তল ছিল এবং অস্ত্র বহনের বিষয়ে আজারবাইজানের অভিযোগকে 'অযৌক্তিক' বলে প্রত্যাখ্যান করা হয়েছে।