নিজস্ব সংবাদদাতাঃ ‘বিষাক্ত দ্বৈরথ’ চাননি কেউই। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ কিংবা লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ—দুজনেরই প্রত্যাশা ছিল অতীতের বেদনাময় ঘটনা মনে করে সমর্থকরা যেন একে অন্যকে আক্রমণ না করেন। আজ ‘বিষাক্ত দ্বৈরথ’ হয়নি ঠিকই, কিন্তু লিভারপুল সমর্থকরা ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের বেদনাহত করার নতুন এক অস্ত্র হাতে পেয়ে গেলেন—এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইউনাইটেড সমর্থকরা ৫ মার্চ তারিখকে নিজেদের জন্য একটা কালো তারিখ হিসেবেই মনে রাখবেন। এত কিছু বলার কারণ হল লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে। ইউনাইটেডের বিপক্ষে এটি লিভারপুলের সবচেয়ে বড় ব্যবধানে জয়।