নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা ইউক্রেন সফর করে বলেছেন, 'আমাদের মহাদেশে যারা যুদ্ধ শুরু করেছে, তাদের শাস্তি দেওয়া হবে।' লভিভে 'ইউনাইটেড ফর জাস্টিস' সম্মেলনে একটি প্যানেলে বক্তব্য রাখতে গিয়ে মেটসোলা মস্কো ও তার বাহিনী কর্তৃক সংঘটিত সম্ভাব্য অপরাধের প্রমাণ সংগ্রহের উদ্যোগের প্রতি পার্লামেন্টের সমর্থন পুনর্ব্যক্ত করেন। মেটসোলা বলেন, "আমি চার সন্তানের জননী। আমি তাদের বলতে চাই, যখন ইউক্রেন যুদ্ধে জয়লাভ করবে, তখন রাশিয়া যে অপরাধ করেছে এবং সাহসী ইউক্রেনীয়দের বিরুদ্ধে আমরা যে নৃশংসতা দেখেছি তার জন্য প্রত্যেককে জবাবদিহি করতে হবে।" মেটসোলা ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন এবং দুজনে একসাথে লভিভের ইভান ফ্রাঙ্কো ন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, 'ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যত তরুণদের কাঁধে নির্ভর করছে।'