নিজস্ব সংবাদদাতাঃ বাংলার হয়ে এবার বার্লিনে যাচ্ছেন রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী। পর্যটনে বাংলার বিশেষ স্বীকৃতি-পুরস্কার আনতে তাঁর এই সফর বলে জানা গিয়েছে। এবার এই স্বীকৃতির কথা টুইট করে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার টুইটারে তিনি লেখেন, "২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় বলেছিলেন, ভারত হেরিটেজ ট্যুরিজমের হাব হয়ে উঠবে। এই জাতীয় প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর হাত ধরে তা আজ উন্মোচিত হয়েছে। বেস্ট ডেস্টিনেশন ফর কালচার বিভাগে বাংলার পুরস্কার জেতা জাতির জন্যও অত্যন্ত গর্বের। ৯ মার্চ ২০২৩ ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স সামিট হবে বার্লিনে। সেখানেই এই সম্মান দেওয়া হবে।"