নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ইউক্রেনের আগ্রাসনের পর রাশিয়ার অবরোধ করা বন্দরগুলো থেকে শস্য রফতানি করতে জাতিসংঘ সমর্থিত উদ্যোগ সম্প্রসারণে তুরস্ক 'কঠোর পরিশ্রম' করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সপ্তাহের শুরুতে সতর্ক করে দিয়েছিলেন যে বর্তমান চুক্তির মেয়াদ ১৮ মার্চ শেষ হতে চলেছে এবং রাশিয়া এই গুরুত্বপূর্ণ চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়নি। কাতারের রাজধানী দোহায় জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বিষয়ক সম্মেলনে কাভুসোগলু বলেন, 'আমরা কৃষ্ণ সাগর শস্য চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন ও আরও সম্প্রসারণের জন্য কঠোর পরিশ্রম করছি।'