হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশের কক্সবাজারের অন্তর্গত উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রবিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা মো. এমদাদুল হক জানিয়েছেন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও কয়েকশ স্বেচ্ছাসেবী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে আগুনে ২ হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে অন্তত ২০টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, রোহিঙ্গা শিশুদের পাঠদানের লার্নিং সেন্টার ও ত্রাণ বিতরণ কেন্দ্র রয়েছে। সূত্রে খবর, রোহিঙ্গা বসতিগুলো একটার সঙ্গে আরেকটা লাগানো এবং ঘনবসতি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। জানা গিয়েছে, উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ১২ থেকে ১৫ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।