সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: ফের নারায়ণী সেনাদের আটকে দিল পুলিশ। দার্জিলিং জেলার বাগডোগরার পর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে আটকানো হয় নারায়ণী সেনাদের। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশে নারায়ণী সেনাদের নিয়ে এক মিছিল করার কথা ছিল কেন্দ্রীয় ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। এরপর প্রচুর নারায়ণী সেনারা জমায়েত করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর নারায়াণী সেনাদের আটকে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে একসাথে জমায়েত করে থাকার জন্য আটকে দেওয়া হয় নারায়ণী সেনাদের। এছাড়াও কিছু নারায়ণী সেনাদের আটক করা হয়।