বেহাল রাস্তার অভিযোগ জানাতে গিয়ে উপ-প্রধানের স্ত্রীর চড় খেলেন মহিলা

author-image
New Update
বেহাল রাস্তার অভিযোগ জানাতে গিয়ে উপ-প্রধানের স্ত্রীর চড় খেলেন মহিলা

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার অভিযোগ জানাতে গিয়ে এলাকাবাসী এক মহিলা উপ-প্রধানের স্ত্রীর চড় খেলেন বলে অভিযোগ। এরপর স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে আটকে রাখে রাস্তা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফুলবাড়ি -১ নং গ্রামপঞ্চায়েতে।স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন থেকেই গ্রামের রাস্তা বেহাল অবস্থায় রয়েছে।বর্ষার মরশুমে রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় গ্রামপঞ্চায়েতকে জানিয়ে কোনো কাজের কাজ হয়নি। এরপর গ্রামবাসীরা উপ-প্রধানের বাড়িতে গিয়ে অভিযোগ জানালে উপ-প্রধান পতলাল রায়ের স্ত্রী আলোমতি রায় এক মহিলাকে চড় মারেন। এরপর স্থানীয় গ্রামবাসীরা রাজবংশী মোড়ে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে। খবর পেয়ে এন.জে.পি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।