নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের আভদিভকায় রাশিয়ান বাহিনী ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত বর্তমান রয়েছে। ফলে এই এলাকার পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে।
/)
আভদিভকায় একের পর এক রাশিয়ান আক্রমণ প্ৰতিহত করে চলেছে ইউক্রেনীয় বাহিনী। আভদিভকা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।