টানা বৃষ্টির জেরে ফের জাতীয় সড়কে ধস

author-image
New Update
টানা বৃষ্টির জেরে ফের জাতীয় সড়কে ধস

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ টানা বৃষ্টির জেরে ফের জাতীয় সড়কে ধস। ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে বাংলা-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারও আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।