নিজস্ব সংবাদদাতাঃ সকলের উদ্বেগ বাড়িয়ে রাজ্যে বেড়েই চলেছে শিশু মৃত্যু সংখ্যা। রাজ্যে মারণ থাবা বসিয়েছে অ্যাডিনো ভাইরাস ও নিউমোনিয়া। একের পর এক শিশুর মৃত্যু ঘটছে। এদিকে আজ রবিবারও বি সি রায় হাসপাতালে ২ শিশুর মৃত্যু ঘটল। জানা গিয়েছে, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া দুই শিশুর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার জ্বর, নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় বনগাঁর ৪ মাস বয়সী আরমান গাজি। এরপর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। যদিও শেষ রক্ষা হয় না, আজ ভোররাতে মৃত্যুর কোলে ঢলে পরে আরমান। অন্য দিকে প্রাণ গিয়েছে মেটিয়াব্রুজের ১ বছর ৭ মাসের এক শিশু কন্যার। বলা হচ্ছে, জানুয়ারি থেকে ৪ মার্চ অবধি বিভিন্ন হাসপাতালে এখনও অবধি এই দুই মারণ ভাইরাসের বলি হয়েছে ৬৪ জন শিশু।