নিজস্ব সংবাদদাতাঃ সপ্তাহান্তে আপনিও কি গাড়িতে পেট্রোল ও ডিজেল ভরানোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পর্যালোচনার ভিত্তিতে প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করা হয়। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার মধ্যে ভারতীয় তেল সংস্থাগুলি দীর্ঘদিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রেখেছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৬ ডলারের কাছাকাছি হলেও দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইসহ দেশের বড় বড় শহরগুলিতে অটো ফুয়েলের দামে কোনওরকম পরিবর্তন হয়নি। জাতীয় বাজারে পেট্রোল ও ডিজেলের দাম একই। জানা যাচ্ছে, আজ কলকাতায় পেট্রলের দাম প্রতি লিটারে ১০৬.০৩ টাকা, মুম্বইতে ১০৬.৩১ টাকা, নয়াদিল্লিতে ৯৬.৭২ টাকা এবং চেন্নাইতে ১০২.৬৩ টাকা রয়েছে। এছাড়া দিল্লিতে ডিজেল বিকোচ্ছে ৮৯.৬২ টাকায়, মুম্বইতে বিকোচ্ছে ৯৪.২৭ টাকায়,
কলকাতায় বিকোচ্ছে ৯২.৭৬ টাকায় ও চেন্নাইতে বিক্রি হচ্ছে ৯৪.২৪ টাকায়।