সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: প্রবল বৃষ্টিতে জলের তোড়ে ভেঙে গিয়েছে যাতায়াতের একমাত্র রাস্তা। রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।স্বাভাবিক ভাবেই যাতায়াতের সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে সাধারণ মানুষ জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ির সুয়োরপিটা এলাকায়। জানা গিয়েছে, বুধবার লাগাতার বৃষ্টির জেরে ওই এলাকায় যাতায়াতের প্রধান রাস্তাটি ধসে যায়। বাতাবাড়ি চা বাগানের ওই রাস্তা দিয়েই এলাকার জনগণ রোজ যাতায়াত করে। দীর্ঘদিন ধরেই রাস্তাটির বেহাল দশা থাকলেও সেটি সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার শুয়োরপিটা এলাকার জনগণ ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার জন্য বাতাবাড়ি দিঘির পার মোড়ে আসলে মেটেলি থানার পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের আশ্বাসে জনগণ সড়ক অবরোধ না করে ফিরে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। দ্রুত রাস্তা সংস্কার না করা হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুমকি দেন স্থানীয় বাসিন্দারা।