দক্ষিণ কোরিয়া-মার্কিন সামরিক মহড়া বন্ধে জাতিসংঘের ওপর চাপ বৃদ্ধির চেষ্টা উত্তর কোরিয়ার

author-image
Harmeet
New Update
দক্ষিণ কোরিয়া-মার্কিন সামরিক মহড়া বন্ধে জাতিসংঘের ওপর চাপ বৃদ্ধির চেষ্টা উত্তর কোরিয়ার


নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনীর মধ্যে সামরিক মহড়া চলছে। তবে প্রথম থেকেই এই মহড়াকে ভালো চোখে দেখছে না উত্তর কোরিয়া। এবার দক্ষিণ কোরিয়া-মার্কিন সামরিক মহড়া বন্ধ করতে জাতিসংঘের ওপর চাপ বৃদ্ধির চেষ্টা করল উত্তর কোরিয়ার। 

U.S. and South Korea kick off smaller-scale military drills as Trump blasts  costs | The Japan Times

উত্তর কোরিয়ার তরফে জানানো হয়েছে, জাতিসংঘের উচিত দক্ষিণ কোরিয়া-মার্কিন সামরিক মহড়া বন্ধ করা। উত্তর কোরিয়ার দাবি, এই মহড়া উত্তেজনা বাড়াচ্ছে। ভবিষ্যতে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছে উত্তর কোরিয়া।