চণ্ডীগড় বিমানবন্দর থেকে উদ্ধার হল ১০ কোটিরও বেশি মূল্যের সোনা

author-image
Harmeet
New Update
চণ্ডীগড় বিমানবন্দর থেকে উদ্ধার হল ১০ কোটিরও বেশি মূল্যের সোনা


নিজস্ব সংবাদদাতা: চন্ডীগড় বিমানবন্দর থেকে উদ্ধার হল ১০ কোটিরও বেশি মূল্যের সোনা। যাত্রীদের প্রোফাইলিংয়ের সময় দুবাই থেকে উড়ে আসা একটি বিমান থেকে এই বিশাল মূল্যের সোনা উদ্ধার হয়েছে। ১ কেজি ওজনের খাঁটি সোনার মোট 18 টি বার উদ্ধার হয়েছে। যার  বাজার মূল্য ১০,২৮,১৬,০০০ টাকা। তদন্ত শুরু হয়েছে।