চা শ্রমিকদের ওপর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, বিজেপি সাংসদের বাড়ির সামনে শুরু বিক্ষোভ

author-image
Harmeet
New Update
চা শ্রমিকদের ওপর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, বিজেপি সাংসদের বাড়ির সামনে শুরু বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ চা শ্রমিকদের ন্যায্য দাবিতে বিজেপি সাংসদ রাজু বিস্তার বাসভবনের সামনে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসির কর্মীরা। চা শ্রমিকদের ন্যায্য দাবি মানা হচ্ছে না। এই অভিযোগ তুলে বেশ কয়েকবার বিক্ষোভে শামিল হয়েছেন কর্মীরা। আর এটাকেই হাতিয়ার করে সরব হল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়। এরপর বলা হয়েছে, 'আমাদের চা বাগানের শ্রমিকদের ভবিষ্যত সম্পূর্ণ অন্ধকার। সবটাই হয়েছে বিজেপির উদাসীনতার ফলে। কিন্তু আমরা তাদের উদাসীনতার বিরুদ্ধে লড়াই করব।'  আমরা প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া পিএফ এবং স্কলারশিপ অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।' এদিন মাটিগাড়া-নকশালবাড়িতে বিজেপি সাংসদ রাজু বিস্তার বাসভবনের সামনে বিক্ষোভ চলছে।