নিজস্ব সংবাদদাতাঃ সুনীল ছেত্রীর গোল নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। যদিও কেরালা ব্লাস্টার্স সহ অনেকের ধারণা সুনীলের গোলটি অবৈধ। ফিফার নিয়মে বলা রয়েছে, দ্রুত ফ্রিকিক নেওয়ার সময় প্রতিপক্ষের খেলোয়াড় বলের ১০ গজের মধ্যে থাকলে এবং সেই শট বাধাপ্রাপ্ত হলে রেফারি খেলা চালিয়ে যেতে বলবেন । কেউ ইচ্ছাকৃত বাধা দেওয়ার চেষ্টা করলে রেফারি কোনও ফুটবলারকে সতর্ক করতে পারেন ।