হাবিবুর রহমান, ঢাকাঃ
বাংলাদেশজুড়ে আলোচিত সাভারের একটি খামারে বড় হওয়া বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু ‘রানি’ মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে গরুটির মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন সাভার উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব। গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড গড়তে যাওয়া খর্বাকৃতির গরুটিকে ফিড খাওয়ানো হয়েছিল। খাদ্যে বিষক্রিয়া হওয়ায় পেট ফুলে গরুটি মারা গেছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।
দুদিন আগে গরুটি অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রানিকে প্রাণিসম্পদ অফিসে আনা হয়। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু রানিকে আর বাঁচানো যায়নি। পরে রানিকে নিয়ে চলে যান শিকড় এগ্রো খামারের কর্মকর্তারা।