জঙ্গিদের বন্দুকের সামনে দাঁড়ানো জাসিয়া এখন উপত্যকার প্রতিনিধি

author-image
Harmeet
New Update
জঙ্গিদের বন্দুকের সামনে দাঁড়ানো জাসিয়া এখন উপত্যকার প্রতিনিধি

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার ব্রারি পোরা গ্রামে জাসিয়া আখতারের বাড়িতে জঙ্গি হানার ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১৭ বছর। তাকে বন্দুকের সামনে দাঁড়াতে হয়েছিল, তার বাবাকে বলা হয়েছিল 'এ যেন ভারতের হয়ে না খেলে'। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান জানান, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। দিল্লি ক্যাপিটালস জাসিয়াকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে। তিনি উপত্যকার একমাত্র ক্রিকেটার যিনি ৪ মার্চ থেকে শুরু হতে চলা উইমেন্স প্রিমিয়ার লীগের অংশ হবেন।