লকডাউন শিথিল হতেই সমুদ্র সৈকতে ভিড় পর্যটকদের

author-image
Harmeet
New Update
লকডাউন শিথিল হতেই সমুদ্র সৈকতে ভিড় পর্যটকদের

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে লকডাউন আরোপের প্রায় সাড়ে ৪ মাস পর বৃহস্পতিবার থেকে শর্ত সাপেক্ষে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে কক্সবাজারের সমুদ্র সৈকত ও অন্যান্য পর্যটনকেন্দ্র। বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে সময় কাটাতে চলে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সেন্টমার্টিন, বান্দরবানের মেঘলা, নীলাচল, চিম্বুক, শৈলপ্রপাত, নীলগীরিসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকরা ভিড় জমিয়েছে।
করোনা মহামারির কারণে ঘরবন্দি থাকতে-থাকতে মন প্রাণ বিষন্ন হয়ে ওঠেছে। সে কারণেই লকডাউন তুলে নেওয়ার পর প্রাণ ভরে নিশ্বাস নিতে কক্সবাজারে ছুটে আসছে ভ্রমণ পিপাসুরা। শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে সাড়ে চার শতাধিক হোটেল-মোটেল ও গেস্ট হাউস। ৫০ শতাংশ কক্ষ খালি রেখে হোটেল পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিনের নিষ্প্রাণ পর্যটন জোন হঠাৎ যেন ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। ফিরে পেয়েছে পূর্ণতা।