স্পুটনিক ভ্যাকসিন তৈরি করা রুশ বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু

author-image
Harmeet
New Update
স্পুটনিক ভ্যাকসিন তৈরি করা রুশ বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার অন্যতম সেরা বিজ্ঞানী আন্দ্রে বোতিকোভের রহস্যজনক মৃত্যু। করোনা ভাইরাসের টিকা 'স্পুটনিক ভি' তৈরি করা দলের সদস্য ৪৭ বছরের আন্দ্রে বোতিকোভের দেহ উদ্ধার হল মস্কোর ফ্ল্যাট থেকে। মস্কো পুলিশের অনুমান তার গলা টিপে খুন করা হয়েছে। জানা গিয়েছে, উত্তর মস্কোয় বোতিকোভের বাড়িতে ঢুকে ২৯ বছরের এক দুষ্কৃতী বেল্ট দিয়ে গলা টিপে বিজ্ঞানীকে খুন করে। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন তৈরি করতে ১৮ জন বিজ্ঞানীদের টিমে বোতিকোভ ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বিজ্ঞানী হিসেবে পরিচিত তিনি। সবার আগে করোনার টিকা হিসেবে ২০২০ সালের আগস্টে বাজারে এসেছিল স্পুটনিক ভি। রাশিয়ার পর ভারত সহ বিভিন্ন দেশে কোভিডের প্রতিরোধ টিকা হিসেবে স্পুটনিক ভি দেওয়া হয়েছিল।