নিজস্ব সংবাদদাতাঃ আবারও প্রশ্নের মুখে ভারতীয় রেল পরিষেবা। আইআরসিটিসির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় আইআরসিটিসি, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে উল্লেখ করে বহু মানুষ জানাচ্ছেন, তৎকাল টিকিট বুকিংয়ের সময় আইআরসিটিসি কাজ করছে না, সমস্ত বিজ্ঞাপন আসছে, কিন্তু ক্যাপটা কোড প্রদর্শিত হচ্ছে না। অনেকেই লগ ইন করতে পারছেন না আইআরসিটিসির ওয়েবসাইট। অন্য আর একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'সকাল ১১টা থেকে তৎকাল টিকিটের জন্য চেষ্টা করছি। সকাল ১১টা ৪৫ মিনিটে আমি টিকিট বুক করলাম। আমার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে দেখাচ্ছে কিন্তু টিকিট বুক করা হয়নি। দয়া করে আমার টাকা ফেরত দেওয়া হোক।'