নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির আবগারি নীতিকাণ্ডে ফের নয়া মোড়। আজ শনিবার আবগারি নীতি মামলায় গ্রেফতার হওয়া রাঘব মাগুন্টার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ১৪ দিন বাড়িয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। এছাড়া ইডিকে ১৩ মার্চের মধ্যে মাগুন্টার জামিনের আবেদনের জবাব দাখিল করতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৬ মার্চ। অন্যদিকে একই ঘটনায় আজ আদালতে সিবিআই-এর তরফে মণীশ সিসোদিয়াকে তোলার কথা রয়েছে। এদিন আদালত আম আদমি পার্টির নেতাকে নিয়ে কী রায় শোনায় সেদিকে নজর রয়েছে সকলের। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আজ দুপুর ২টোর সময়ে মণীশ সিসোদিয়াকে আদালতে পেশ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।