নিজস্ব সংবাদদাতাঃ জি-২০ উপলক্ষে সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভারতে উপস্থিত রয়েছেন। জি-২০ আলোচনায় মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই বিষয়ে সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নিজেদের মত ব্যক্ত করেছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী তানজা ফাজন বলেন, "ইউক্রেনে রাশিয়ার নৃশংস আগ্রাসন পুরো বিশ্বকে প্রভাবিত করেছে। শান্তি আলোচনা শুরু করার জন্য সমস্ত পক্ষকে একত্রিত করতে পারে এমন সমস্ত প্রচেষ্টাকে আমি সমর্থন করি। ভারতকে বিশ্বে সংহতি ও গণতন্ত্রের মৌলিক নিয়মরক্ষাকারী দেশের ভূমিকা পালন করতে হবে।"