নিজস্ব সংবাদদাতাঃ সরকার গঠনের আগেই বিপাকে পড়লেন মেঘালয়ের এনপিপি নেতা কনরাড সাংমা। কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি সমর্থনকারী স্থানীয় দলের দুই বিধায়ক সরকার গঠনকে সমর্থন করেছিলেন। যদিও স্থানীয় দলগুলি এনপিপির ওপর থেকে নিজেদের সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে। উল্লেখ্য, শুক্রবার ৩ মার্চ কনরাড সাংমা রাজ্যের সামনে সরকার গঠনের দাবি জানান। এনপিপি নেতা রাজ্যপালের কাছে রাজ্যের ৩২ জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনের চিঠি জমা দিয়েছিলেন। ৬০ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩১ জন বিধায়কের।