নিজস্ব সংবাদদাতাঃ করোনা ভাইরাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠছে লাস্সা ফিভার। গত কয়েক মাসের মধ্য়ে নাইজেরিয়ায় লাস্সা ফিভারে মৃত্যু সংখ্যা ১০৪-এ পৌঁছেছে। করোনার মত লাস্সা ফিভারও ছোঁয়াচে ভাইরাস ঘটিত রোগ। লাস্সা রোগে সক্রিয় আক্রান্তের সংখ্যা দু হাজর ছাড়িয়েছে। ক্রমশ নাইজেরিয়ায় লাস্সা ফিভার অতিমারীর আকার নেওয়ার পথে এগিয়ে চলেছে। আফ্রিকার ইঁদুর থেকে ছড়ায় এই ভাইরাস। নাইজেরিয়ার দুটি প্রদেশে লাস্সা ফিভার নিয়ে উদ্বেগ এখন আতঙ্কে পরিণত হয়েছে। হু বেশ কয়েক মাস আগে লাস্সা ফিভার নিয়ে বড় সতর্কবাণী দিয়েছিল।