নিজস্ব সংবাদদাতাঃ হোলি উৎসবকে সামনে রেখে সীমান্তে ভেজাল মদের ব্যবসা বন্ধ করতে উত্তরপ্রদেশ পুলিশ মুজাফফরনগর জেলায় ড্রোন ব্যবহার করে নিরাপত্তা তল্লাশি অভিযান চালিয়েছে। উত্তরাখণ্ড-উত্তর প্রদেশ সীমান্তের ভোপা থানার অন্তর্গত জঙ্গল এলাকায় আকাশপথে নজরদারি অভিযান শুরু করা হয়। মুজফফরনগরের সিনিয়র পুলিশ সুপার এবং গ্রামীণ পুলিশ সুপারের নির্দেশে অবৈধ মদের বিরুদ্ধে নজরদারি অভিযান চালানো হয়। ভোপা থানার অধীনে উত্তরাখণ্ড সীমান্ত সংলগ্ন প্রতিটি এলাকায় ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়।