নিজস্ব সংবাদদাতাঃ ১৯৮৯ সালে চীনের তিয়ানআনমেন স্কোয়ারে অভিযানের স্মরণে বার্ষিক সমাবেশের আয়োজনকারী হংকং গ্রুপের তিন সাবেক সদস্যকে শনিবার জাতীয় নিরাপত্তা পুলিশের তথ্যের অনুরোধ মেনে না চলার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। হংকংয়ের বিশিষ্ট গণতন্ত্রপন্থী কর্মী এবং ব্যারিস্টার চৌ হাং-তুং (৩৮) কে ম্যাজিস্ট্রেট আদালত দোষী সাব্যস্ত করেছে। চ্যাং চীনে প্যাট্রিয়টিক ডেমোক্রেটিক মুভমেন্টের সমর্থনে হংকং জোটের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন। জোটের স্থায়ী কমিটির অপর দুই সাবেক সদস্য তাং নগোক কোয়ান ও সুই হোন কোয়াংকেও দোষী সাব্যস্ত করা হয়েছে।