স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ

author-image
Harmeet
New Update
স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ ক্ষেমাশুলিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাটি বিক্রি করার অভিযোগ তুললেন স্কুলেরই সভাপতি। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেসিবি লাগিয়ে মাটি বিক্রি করার অভিযোগ তুললেন স্কুলেরই পরিচালন কমিটির সভাপতি। আর এই ঘটনা সরে জমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত ভূমি দপ্তরের আধিকারিকরা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে স্কুলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকার ক্ষেমাশুলির অর্জুন পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চমাধ্যমিক স্কুলে।​



 অভিযোগ, স্কুলের সভাপতি বিনোদ বিহারী মাহাতো জানান, 'কাউকে না জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক জেসিবি লাগিয়ে পুরোপুরি অবৈধভাবে স্কুলের মাটি বিক্রি করে দিচ্ছেন। এই নিয়ে আমি BL & LRO-কে লিখিত অভিযোগ জানিয়েছি। এই অভিযোগ প্রমাণিত।' অপরদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ্ত বোধক বলেন, 'এই অভিযোগ মিথ্যে। আমি কোনো মাটি বিক্রি করিনি। স্কুলের নোংরা আবর্জনার স্তুপ জেসিবি দিয়ে বিনে পয়সায় পরিষ্কার করে দিয়েছি। আমিও চাই পুরো বিষয়টি নিয়ে তদন্ত হোক।'