নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শুক্রবার টর্নেডো ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত সাতজন নিহত এবং ১০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শক্তিশালী ঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। মধ্য নিউ ইয়র্ক এবং দক্ষিণ নিউ ইংল্যান্ডের কিছু অংশে শনিবার বিকালের মধ্যে এক ফুট তুষারপাত হতে পারে।কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, শুক্রবার তার রাজ্যের পশ্চিমাঞ্চলে অন্তত দুটি টর্নেডো আঘাত হেনেছে। গভর্নর জানিয়েছেন, তীব্র আবহাওয়ায় অন্তত দুইজন নিহত হয়েছেন, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি।