গ্রেফতার কৌস্তভ বাগচী

author-image
Harmeet
New Update
গ্রেফতার কৌস্তভ বাগচী

নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হল কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে। শনিবার ভোরে তাঁর বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুলিশ। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার কারণে এভাবে তাঁর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে দাবি আইনজীবীর। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যে আমাকে এতটা ভয় পাবেন, আমি ভাবিনি। এটা তো আমার নৈতিক জয়।’ আইনের পথে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে লড়বেন বলে জানিয়েছেন কৌস্তভ। তিনি জানিয়েছেন, তাঁর সাংবাদিক বৈঠকে করা মন্তব্যের কারণে রাজ্যে শান্তি বিঘ্নিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সেকারণে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এই ঘটনার জেরে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে বলে জানিয়েছে যুব কংগ্রেস। এদিন সকালে তাঁর বাড়িতে পৌঁছে যান যুব কংগ্রেসের কর্মীরা। সূত্রে খবর, শনিবার রাত ৩ টে নাগাদ তাঁর বাড়িতে হাজির হয় বটতলা থানার পুলিশের একটি টিম। সকাল ৮ টা নাগাদ গ্রেফতার করে বটতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এদিন পুলিশের গাড়িতে কৌস্তভকে তোলার সময় পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় উপস্থিত কংগ্রেস কর্মীদের।