জলের তোড়ে ভেসে গেল একটি হস্তিশাবক

author-image
Harmeet
New Update
জলের তোড়ে ভেসে গেল একটি হস্তিশাবক

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি : জলের তোড়ে বেশ কিছুদূর ভেসে গেল একটি হস্তিশাবক। দীর্ঘক্ষন চেষ্টার পর বনদপ্তর উদ্ধার করে শাবকটিকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি সংলগ্ন এলাকায়।জানা গিয়েছে, এদিন ভোরের দিকে প্রায় ১৫টি হাতির একটি দল রেতির জঙ্গল থেকে বিন্নাগুড়ি চা বাগান হয়ে মোরাঘাটের জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময় বিন্নাগুড়ির কাছাকাছি এসে হাতিনালা পার হওয়ার সময় দলের একটি শাবক হাতি নালায় আটকে পড়ে। জলের তোড়ে বেশকিছু দূর ভেসে যায় শাবকটি। স্থানীয় কিছু যুবক দেখতে পেয়ে খবর দেয় বন দপ্তরে। বনকর্মীরা ঘটনাস্থলে এসে জাল ফেলে শাবকটিকে হাতিনালা থেকে উদ্ধার করে দলে ফিরিয়ে দেয়।বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জার শুভাশীষ রায় বলেন, ‘হাতিনালা থেকে শাবকটিকে উদ্ধার করে আমরা তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি। দলটি এখনও সেখানেই আছে। সন্ধ্যের পর তাদের জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে।‘