নিজস্ব সংবাদদাতাঃ কাকভোর থেকে তল্লাশি চলছে কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে। শনিবার ভোর থেকে তল্লাশি শুরু হয়েছে। জানা গিয়েছে, তাঁর বাড়ির ভিতরে রয়েছে ১২ জন পুলিশের একটি দল। দফায় দফায় কৌস্তভ বাগচীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও সূত্রের খবর। আইনজীবীর বাবার দাবি, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ করেছিলেন কৌস্তভ। সেকারণে এভাবে পুলিশ পাঠানো হয়েছে বলে মনে করছেন তিনি। প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর অভিযোগ, কোনও নির্দিষ্ট নোটিস না নিয়ে তাঁর বাড়িতে হাজির হয়েছে পুলিশ। কৌস্তভ বাগচী জানিয়েছেন, রাত ৩ টে নাগাদ হঠাৎ তাঁর বাড়িতে কলিং বেল বাজে। দরজা খুলে তিনি দেখেন হাজির হয়েছে একদল পুলিশ। আইনজীবীকে গ্রেফতার করার কথাও বলা হয়। নিজে আইনজীবী হওয়ায় গ্রেফতারি পরোয়ানা আছে কিনা আগে দেখতে চান কৌস্তভ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা কৌস্তভের বাড়িতে কলকাতার বটতলা থানার ১২ জন পুলিশের একটি দল গিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।