নিজস্ব সংবাদদাতা: স্ত্রী ও ছেলেকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পর অ্যালেক্স মুরদাউগকে সাউথ ক্যারোলিনা ডিপার্টমেন্ট অব কারেকশনসের হেফাজতে ছেড়ে দেওয়া হয়। বাদামি জাম্পস্যুট ও হাতকড়া পরিহিত অবস্থায় তাকে আদালত কক্ষ থেকে বের হতে দেখা যায় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা তাকে নির্দেশনা দিচ্ছেন। মুরদাউগ এখন গ্রহণ এবং মূল্যায়ন প্রক্রিয়া শুরু করবেন বলে আশা করা হচ্ছে, যা কয়েক সপ্তাহ ধরে চলবে। এই প্রক্রিয়ার গড় সময় সাধারণত প্রায় 45 দিন হয়। সূত্রের খবর, ওই সময়ের মধ্যে মুরদাউগ দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ার একটি হোল্ডিং ফ্যাসিলিটিতে থাকবেন।