নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছিল হৈমন্তীর নামে। নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর নাম কেন সামনে এল এই প্রশ্ন করতে গোপাল দলপতির স্পষ্ট উত্তর ছিল, “হৈমন্তী অসুস্থ। কয়েকদিনের মধ্যে হৈমন্তী সকলের সামনে আসবে। অপপ্রচারের জবাব দেবে।” অবশেষে প্রতীক্ষার অবসান। সামনে এলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। এদিন হৈমন্তী গঙ্গোপাধ্যায় বলেন, “নিয়োগ দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই।" সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তলের ঘোষের মুখে শোনা গিয়েছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। তাঁর ফ্ল্যাটের সামনে থেকে বেশ কিছু রহস্যজনক কাগজ উদ্ধার হতে আরও রহস্য বাড়ে। সূত্রে খবর, ওই সমস্ত কাগজে ছাপার অক্ষরে লেখা রয়েছে একাধিক সিরিয়াল নম্বর ও রোল নম্বরের মতো কিছু সংখ্যা। যা নিয়ে দানা বেঁধেছে রহস্য। এই প্রসঙ্গে হৈমন্তী বলেন, “আমি দীর্ঘদিন বাড়িতে ছিলাম না। কেউ যদি কোনও জিনিস আমার বাড়ির সামনে ফেলে আসে, সেই দায় কী আমার?” অভিযোগের সুরে তিনি বলেন, “কোনও তথ্যপ্রমাণ ছাড়া কেন আমার সামাজিক সম্মান নষ্ট করা হল? তথ্যপ্রমাণ হাতে নিয়ে এগুলো করা যেতে পারত। আমি কুন্তল ঘোষকে চিনতাম না। টিভিতেই প্রথম দেখেছি। আমাকে যেভাবে হেনস্থা করে হয়েছে তা আমি মেনে নিতে পারিনি। সকলকে একটাই কথা বলব, তথ্যপ্রমাণ হাতে নিয়ে কারও বিরুদ্ধে অভিযোগ আনা উচিত।”