নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন রাজনাথ। তিনি টুইট বার্তায় লেখেন, 'ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। ভারত ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দু'দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।'