নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ আন্দোলন, অনশনের পর এবার একে একে অযোগ্যদের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এবার এসএলএসটি (SLST) তথা নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বাতিল হল ৬১৮ জনের চাকরি। দুর্নীতির কথা স্বীকার করে নিয়ে আগেই সুপারিশ বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এবার নিয়োগপত্র বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবারই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ বাতিলের কথা জানানো হয়েছে। এই সব পদে নিয়োগের ক্ষেত্রে ওএমআর জালিয়াতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ যে সত্যি, তা স্বীকার করে নিয়েছিল এসএসসি-ও। নবম-দশমের ৮০৩ জনের ওএমআর শিট বিকৃত করা হয়েছিল অর্থাৎ প্রাপ্ত নম্বর বদলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। মামলা হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশ মেনে তার মধ্যে ৬১৮ জনের নামের তালিকা প্রকাশ করে এসএসসি। এরপর তাঁদের সুপারিশপত্র ও নিয়োগপত্র বাতিল করা হল।