সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন আলিপুরদুয়ার শহরের একাধিক এলাকা। বিভিন্ন জায়গায় জল জমে ব্যহত হয়েছে জনজীবন। থার্মোকলের ভেলা বানিয়ে রাস্তা পারাপার করছে সাধারণ মানুষ। সমস্যার সম্মুখীন হয়েছে বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। অন্যদিকে জলদাপাড়া টুরিস্ট লজে যাতায়াতের একমাত্র রাস্তার উপরে রয়েছে কাঠের সেতু। হলং নদীর উপরে রয়েছে এই সেতুটি। বৃহস্পতিবার সকালে জলের তোড়ে ভেসে যায় এই সেতুর একাংশ। ফলে জলদাপাড়া লজে আটকে পড়েছেন কয়েকজন পর্যটক। বনদপ্তর থেকে তাদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।