'জলুবাবু' সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মমতা ও শুভেন্দুর

author-image
Harmeet
New Update
'জলুবাবু' সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মমতা ও শুভেন্দুর

​নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার প্রয়াত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। জানা গিয়েছে, বালিগঞ্জে সানি পার্কের নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, "বিশিষ্ট রাজনীতিবিদ, প্রথিতযশা ব্যারিস্টার ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় (জলুবাবু)-র মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন।" অন্যদিকে শুভেন্দু অধিকারী টুইট বার্তায় লেখেন, "প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত। অটল বিহারীর জামানায় তিনি মন্ত্রী ছিলেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।"