নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার বলেছেন, ইউক্রেন ছাড়া আর কিছুই জি-২০-এর জন্য আগ্রহের বিষয় নয়। ১৯৯৯ সালে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্যায়ে জি-২০ গঠিত হয়। এরপর ২০০৮ সালে এটি 'শীর্ষ সম্মেলন জি-২০'-এ পরিণত হয়। ভারতের নয়া দিল্লীতে বার্ষিক ভূ-রাজনৈতিক সম্মেলন রাইসিনা ডায়ালগে ল্যাভরভ বলেন,' আজকাল যখন এটি এমন কিছু নয় যা পশ্চিমারা করছে, তাই ইউক্রেন ছাড়া আর কিছুই নেই যা জি-২০ আগ্রহের বিষয়।'