প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন জেপি নাড্ডা

author-image
Harmeet
New Update
প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন জেপি নাড্ডা

​নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার প্রয়াত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। জানা গিয়েছে, বালিগঞ্জে নিজের সানি পার্কের বাড়িতেই বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। তিনি অটলবিহারী বাজপেয়ী জমানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। এদিকে এই ঘটনায় এবার শোকপ্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 




প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি কিনা বর্তমানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তাঁকে জেপি নাড্ডা চিঠি লিখে শোকপ্রকাশ করেছেন। নাড্ডা চিঠিতে লিখেছেন, 'ভারাক্রান্ত হৃদয়ে আপনার বাবা সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করছি। তাঁর চলে যাওয়া ভারতীয় রাজনীতি ও পশ্চিমবঙ্গের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কাজ বছরের পর বছর ধরে কর্মীদের প্রভাবিত করতে থাকবে।'