নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার চাকদহের পালপাড়া এবং শিমুরালির মাঝে ভয়াবহ দুর্ঘটনা। ট্রেন হিঁচড়ে নিয়ে গেল চার চাকার গাড়িকে। এদিকে এই ঘটনার পর ট্রেনে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। মাঝ লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকেই অনেককে নেমে পড়তে দেখা যায়। হইচই শুরু হয়ে যায় এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি করে এই দুর্ঘটনাটি ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি।