৫ মার্চ তামিলনাড়ুতে কোনও রুট মার্চ করবে না আরএসএস

author-image
Harmeet
New Update
৫ মার্চ তামিলনাড়ুতে কোনও রুট মার্চ করবে না আরএসএস

নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কর্তৃক পরিচালিত রুট মার্চের বিষয়ে একক বিচারকের আরোপিত শর্ত বাতিল করে মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তামিলনাড়ু সরকারের দায়ের করা পিটিশনের শুনানি শুক্রবার (৩ মার্চ) করতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট। আইনজীবী মুকুল রোহাতগি ভারতের প্রধান বিচারপতির কাছে জরুরি তালিকাভুক্তির জন্য বিষয়টি উল্লেখ করে বলেন, '৫ মার্চ পদযাত্রার কথা রয়েছে।'  রোহাতগি বলেন, "রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ছয়টি জেলায় পিএফআই, বোমা বিস্ফোরণ ইত্যাদি প্রভাবিত হলে কেবল মাত্র কম্পাউন্ড এবং স্টেডিয়ামগুলোতে এই পদযাত্রার অনুমতি দেওয়া যেতে পারে। একক বেঞ্চ শর্তগুলো মেনে নিলেও ডিভিশন বেঞ্চ তা প্রত্যাহার করেছে।" জানা গিয়েছে, মাদ্রাজ হাইকোর্ট আরএসএসকে রাজ্যে রুট মার্চ করার অনুমতি দেওয়ার বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের আবেদনের শুনানির জন্য সুপ্রিম কোর্ট বিষয়টি ১৭ মার্চের জন্য মুলতবি করেছে। সূত্রে খবর, আরএসএস সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে যে তারা ৫ মার্চ তামিলনাড়ুতে কোনও রুট মার্চ করবে না।