ইউক্রেনের ড্রোন ইউনিটকে বাখমুত ছাড়ার নির্দেশ

author-image
Harmeet
New Update
ইউক্রেনের ড্রোন ইউনিটকে বাখমুত ছাড়ার নির্দেশ

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের কমান্ডার বলেন, বাখমুতে অবস্থিত ইউক্রেনের একটি ড্রোন নজরদারি ইউনিটকে অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমান্ডার রবার্ট ব্রোভদি বলেন, "মধ্যরাতে মাদিয়ার বার্ডস ইউনিট একটি যুদ্ধ আদেশ পেয়েছিল যাতে অবিলম্বে বাখমুত ছেড়ে যুদ্ধ অভিযানের একটি নতুন জায়গায় চলে যায়।" দোনেৎস্ক অঞ্চলের উত্তর-পূর্বদিকে অবস্থিত এবং কয়েক মাস ধরে মস্কোর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া বাখমুতের চারপাশে গত কয়েক দিন ধরে রুশ বাহিনী অগ্রসর হয়েছে। ব্রোভদি বলেন, "আমরা আদেশ অনুসরণ করছি, কেন ইউনিটটি সরানো হচ্ছে সেই বিষয়ে কিছু জানি না।"