নিজস্ব সংবাদদাতাঃ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রিসের লারিসা স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৫৭ জন নিহত হওয়ার ঘটনার তদন্তের অংশ হিসেবে শুক্রবার পুলিশ অভিযান চালায়। মুখপাত্র বলেন, 'তদন্তে সহায়তা করতে পারে এমন সব নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।' সূত্রে খবর, বাজেয়াপ্ত করা আইটেমগুলোর মধ্যে অডিও ফাইল, নথি এবং অন্যান্য প্রমাণ রয়েছে। রেল অপারেটর হেলেনিক ট্রেনের কথা উল্লেখ করে তিনি বলেন, "প্রয়োজনে কোম্পানির ম্যানেজমেন্টের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার লক্ষ্যে এই তদন্ত শুরু করা হয়েছে। বাজেয়াপ্ত করা ফাইলগুলো মামলাটি স্পষ্ট করতে এবং ফৌজদারি দায়বদ্ধতা নির্ধারণে সহায়তা করতে পারে।"