নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার দাবি করেছেন, ক্রেমলিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ায় আটক এক মার্কিন নাগরিকের বিষয়টি উত্থাপন করেননি। ব্লিনকেন বলেন, 'নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক বৈঠকে তিনি পল হুইলানের আটক এবং তাকে মুক্তি দেওয়ার মার্কিন প্রস্তাব নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপর চাপ প্রয়োগ করেন।' কিন্তু শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, 'মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কোনো উল্লেখও করেননি। ব্লিনকেন মার্কিন নাগরিককে ঘিরে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট যা বলেছে তা মিথ্যা। মার্কিন প্রশাসনের অবিশ্বাস্য আচরণ।'